কিছু কিছু সুখ আছে শুধু দেখা যায়,
ধরতে গেলে শুধু অধরাই থেকে যায়।

কিছু দুঃখ আছে; শত পবিত্র গোলাপ জলে
ধুয়ে দিলেও যার দাগ মুছে না কোনো কালে।

সুখ-দুঃখ আর হাসি-কান্নার কিছু মুহূর্ত আছে
যার কোনো শিরোনাম থাকে না কারো কাছে।

কিছু কিছু জীবন লুকিয়ে থাকে এমন মলাটে,
ছিড়ে গেলে সেই মলাট- পৃথিবীই যায় পাল্টে।

কিছু কিছু জীবনের এমন কিছু গল্প থাকে
যা কাঁদাতে পারে সুখীভাবের এই পৃথিবীকে।

এই পৃথিবীতেই কিছু কিছু কবিতা আছে,
একটা করে উপন্যাস লুকিয়ে থাকে
                          যার প্রত্যেক শব্দের মাঝে।
---------------------------------------------
২৩/০৫/২০২০🖋️