ভীষণ আতঙ্কিত ছিলাম সকলে;
বিশ্বাস করুন- গেলো কোরবানির সময়
আমি পা রাখি নি কোরবানির হাটে–
যদি 'করোনা' চলে আসে হাট থেকে ঘরে!
রোজার ঈদের মতো কোরবানির ঈদেও
মাঠে যাইনি নামাজ পড়তে-
খুব সাবধানে মসজিদে নামাজ শেষ করেই
ঘরের দিকে ছুটেছিলাম...।
গতকাল অনির্বাণের সাথে কথা হলো-
সে কোনো পূজামণ্ডপে যায় নি এবার;
ঘরেই না কি প্রতীমা বানিয়েছে নিজে!
পরিবারের সকলে মিলে ঘরেই দিবে বিসর্জন,
'করোনা'র সাথে সন্ধির কোনো চাঞ্জ নেই।
ঈশ্বর তো অবুঝ নন...।
অথচ, ফেসবুকে দেখি প্রতীমার সামনে
কত ভীড়! নির্ভীক সৈনিকের মতো
বুক ভরা উচ্ছ্বাস নিয়ে মানুষের চলাচল,
কেউ কেউ বলছে, শীতের সময়
জাগতে পারে 'করোনা'র দ্বিতীয় তরঙ্গ!
আমার খুব ভয় হয়, খু...ব ভয়....।
হায় ঈশ্বর; তোমাকেই প্রসন্ন করতে
ভুলে যায় মানুষ তোমারই কথা...
সকলে যে অবুঝ, ক্ষমা করিও তুমি।
----------------------------------------
২৫/১০/২০২০🖋️