দুঃখ প্রকাশ করতে নেই;
তবুও করে ফেলি,
এখন যেন
দুঃখ প্রকাশ করার-ই পালা!
জানি, এখন তোমার কিচ্ছু
করার নেই,
কিন্তু হৃদয়ে এক ঝড় উঠবে,
তুমি ছটফট করবে, ভুলগুলো
বুঝতে পারবে,
গোপনে কাঁদবেও।
সেটাই আমার বুকের হাহাকার
কিছুটা শান্ত করবে– এই আর কি;
এছাড়া আর কিছু নয়।
বুকের জ্বালা বুকেই রবে জাগ্রত,
কোনোদিন তা দমন হবার নয়......।
_____________________
০২/০৩/২০২১🖋️