স্বচ্ছ শীতল জলের মতো সব পরিষ্কার,
কে যে পজিটিভ আর কে যে নেগেটিভ–
কোনোটাই বিশ্বাসযোগ্য নয়।
শুরুতে একাকী বাঁচার জন্য দেখেছিলাম
চারদিকে মানবতার করুণ মৃত্যু, আজ
সেখানে যোগ হয়েছে ব্যবসায় অন্ধ বিবেক।

হায় রিজেন্ট হাসপাতাল, হায় সাহেদ!
হায় জেকেজি, হায় ছলনাময়ী সাবরিনা!
না জানি আরো কতো সাহেদ-সাবরিনা
'করোনা'র চেয়ে বেশি ক্ষতি করে গেল!

হ্যামিলিয়নের বাঁশি ওয়ালার মতো
কেউ যদি সুরে সুরে ডেকে নিতো- মনুষত্বহীন
আমাদের নোংরা মানসিকতাকে;
প্রশান্ত কিংবা বারমুডা ট্রায়াংগেলের গহ্ববে!
সত্যি বলতে- আমরা কেউ ভালো নেই,
স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি না,
কাউকে আর বিশ্বাসও করতে পারি না...।
---------------------------------------
১৩/০৭/২০২০🖋️          

#কোভিড_১৯ কালে লিখা..