মাগো; আজ দেখি না তোর মুখের হাসি,
তোর কণ্ঠ থেকে ঝরছে শুধু বেদনার বাঁশি।
কেঁদো না গো মা; তুমি কেঁদো না
করো না'কো প্রকাশ আর দুঃখ,
নিজেদেরই ভুলে উঁই পোকা খেয়েছে
মগজের সবটুকু রক্ত।
ঘরের ছেলেরা ঘরের মাঠে
প্রতিপক্ষকে করতে পারে নি ঘায়েল,
বসাতে পারে নি তাদের বুকে শূল,
তাতে কি! তোমার মেয়েরা তো ঘর ছেড়ে
ভুলে গিয়ে শখের নূপুর আর পায়েল,
লড়াই করেই জিতে নিয়েছে জয়ের ফুল।
অনেক জল ফেলেছো শুকনো চোখ হতে,
কেঁদো না গো মা; তুমি কেঁদো না–
এবার তুমি শক্ত হও; গর্জে উঠো আবার,
জ্বললে সূর্য– আঁধার থাকতে পারে না।
যার জন্য মাগো; জ্বলছে তোর কোমল বুক
তার বুকে পা রেখেই নিতে হবে ছিনিয়ে সুখ।
______________
২২/১১/২০২১🖋️
ঘরের মাঠে পাকিস্তানের কাছে টাইগার বাহিনীর ৩-০ তে টি 20 সিরিজ হারা এবং ঘরের বাইরে বিশ্বকাপ (ওয়ানডে বিশ্বকাপ) বাছাই পর্বে পাকিস্তানের বিপক্ষে বাঘিনীদের জয়; নিয়ে লিখা কবিতা।
🇧🇩 হৃদয়ে 🇧🇩