কে রেখেছিলো তোমার নাম 'কাশি'?
ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম একদিন;
উত্তর পেয়ে থমকে গিয়েছিলাম আমি–
তোমার জন্ম নাকি হয়েছিলো মধ্য-আশ্বিণ!।

নদীর ধারের কাশফুল সব হয়েছিলো যুবতী,
শিল্পীর রংতুলি আর কবিদের কবিতায়–
ফুটে উঠতো গ্রামীণ বাংলার প্রেমময়ী ছবি;
পরম ভালোবাসা, দেশাত্মবোধে মায়া মমতায়।

সেদিন আঁতুড়ঘরে প্রকৃতির মতো তুমি সুন্দরী,
আর ছিলে মোলায়েম ঠিক কাশফুলের মতো;
তোমার রূপেই নাকি দেখেছিলেন তিনি বিস্ময়ে
পৃথিবীর বাকী সব রূপ সৌন্দর্য হয়েছিলো ক্ষত।

ঠাকুমা'ই ভালোবেসে নাম রেখেছিলেন 'কাশি',
সেই কাশি'র মাঝে দেখে পৃথিবীর সুন্দর রূপ–
পড়েছি প্রেমে; দূরে ঠেলে দিলেও ফিরে আসি–
নিজেকে পোড়ায়ে হৃদয়ে জ্বালাই প্রেমের ধূপ।।

যে আশ্বিনে জন্মেছো কাশি; দেড় যুগ আগে,
বহু আশ্বিন এলেও সে আশ্বিন আসেনি আর;
আজকের আশ্বিন-কাশফুল তাই লজ্জা পায়–
জন্ম সনের আশ্বিন'কেই সালাম ঠুকে বারবার।
----------------------------------------
০২/১০/২০১৯🖋️