এতো এতো সুবিশাল অট্টালিকা দেখে
কোনোরূপ হিংসে হয় না; কখনো–
লোভ জাগে না ভিতর সত্তার ভিতরে,
কোন সৌখিন অট্টালিকার কোন এক
কোমল বিছানায় কোন রাত কাটানোর
ইচ্ছেও করে না, প্রবল ঝড়ের মুখেও
কোনোদিন যেন তেমন কোন অট্টালিকায়
আশ্রিত না হই– এ প্রার্থনা,
রোজ পাঠাতেই থাকি মহান স্রষ্টার কাছে।
শুধু ভাবনায় আসে ঘুরেফিরে
তকদীর এর কথা!
মনে পরে পরম পূর্বপুরুষদের ন্যায়-নীতি
আর ইনসাফবোধ! কী অদ্ভুত! অভূতপূর্ব!
তালাশ করি নিজেকে– অজানা কারণে
সামনে থেকেও রয়ে গেছি আড়ালে!
হাজার প্রশ্ন খেলা করে হৃদয়ে–
কোন শান্ত পুকুরে অবিরাম, অবিশ্রান্ত
জল পড়ার মতো।
সব ভুলে হেসেখেলে পথ চলি,
কারো সুখে অসুখ কখনোই হতে চাই না,
আসল ঠিকানাতো সাড়ে তিন হাত মাটি,
জীবন আয়ুর সময়টুকু কাটাতে
সবুজের বুকে একটা ছোট্ট বাড়িই যথেষ্ট।।
------------------------------------------
২৯/০৯/২০২০🖋️