যদিও অপেক্ষার প্রহর দীর্ঘ হয়–
তবুও পৃথিবীর বহু বহু মানুষ বুক ভরা
আশা নিয়ে চেয়ে থাকে স্রষ্টার পানে।
অনেকের আর কিছুই করার থাকে না;
মহান সত্তা যদি তৌফিক দান না করে–
কেউ নতুন কাপড় কিনতে পারে না,
কেউ ঔষধ কিনতে গিয়ে দু'বেলার জন্য
চাল-ডাল, তেল-নুন জোগাতে পারে না,
কেউ ঔষধও কিনতে পারে না,
অনেকের অভাব নেই; সুখটাই অসুখ,
মনের অসুখে জ্বলে পুড়ে মরে খাঁক।
অনেকে পায় না নিত্য প্রয়োজনীয় সওদা,
অনেকে কল্পনার চেয়ে বেশি, প্রয়োজনের
চেয়ে বেশি ভুলেও যা ভাবেনি কোনদিন;
দিনে জোনাক দেখার মতো পেয়ে যায়!
সবাই তা-ই পা'ক– এই আমার চাওয়া।
ও স্রষ্টা; যেখানেই থাকো, কারো আনন্দ
করো না মলিন।
_______________________
২৮/০৪/২০২২🖋️