আজ আপন ঘরেই
ধাওয়া খাওয়া ইদুরের মতো
কোন রকম বেঁচে আছি।
জীবনের কোন নিরাপত্তা নেই কোথাও–
শুধু আমার ঘর নয়, দেশের
আনাচে কানাচে কোথাও আজ
নেই কোনো সুরক্ষিত জায়গা
কিংবা সংরক্ষিত এলাকা।
কোথাও স্বস্থির সাথে বসে
একটু গল্প করার জায়গাও নেই;
চারিদিকে রক্ত আর রক্ত,
ব্যক্তিস্বার্থের রাজনীতি, ক্ষমতা–
দাপট আর দাপট, হুঙ্কার যত;
নিয়মের মাঝে নিয়মিত শত অনিয়ম।
এটাই কি আমার পূর্ব পুরুষদের
রক্ত-সম্ভ্রম-জীবন দিয়ে কেনা–
রেখে যাওয়া সোনার বাংলাদেশ!
স্বাধীনতা পাওয়ার এগুলো বছর পরেও
কাঁদে আকাশ-বাতাস, কাঁদে মাটি,
কাঁদে ঐ লাল সবুজের পতাকা,
কাঁদে স্বাধীনতার ইতিহাস–
ভুলে তার গর্বের কথা।
------------------------------------------
০৬/০৬/২০১৬🖋️