তুমি মন ভার করে থেকো না,
এই চড়া বাজারে কিছুই ঠিক নেই,
বাবাকে কিছু দিতে পারোনি বলে
মুখ কালো করে আছে, থাকুক–
তুমি হাসি মুখেই স্বাভাবিক হয়ে থাকো,
মা যে কোনদিনও জেদ ধরবে না
তা'তো জানোই।
সন্তানদের যতই থাকুক– তবু্ও তারা চাইবে,
আমরাও একদিন এভাবেই চাইতাম–
তাদের মানিয়ে নিতে শেখাও,
স্ত্রীকে বলো, 'প্রয়োজনের চেয়ে বেশি
কোন কিছুই ভালো নয়, ভালোবাসাটাও।'
ভাই-বোনও আশা করে থাকতে পারে
বয়স ও কর্মের কথা ভুলে,
আরও অনেকেই; আত্মীয়-অনাত্মীয়ের
আবদারে ভরে উঠতে পারে শুন্য ঘরদোর,
তবুও বিরক্ত হইও না, কাল ঈদ!
তুমি নিজেই তিন'শ টাকা নিয়ে
একটি লুঙ্গি কিনতে গিয়ে ফিরে এসেছো
আর পঞ্চাশ টাকা ছিলো না বলে,
একথা কাউকে বলো না।
বাবাদের পুরোনো দিয়েই বেশ দিন কাটে,
সবাইকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করো–
আসছে ঈদে সাজবো সবাই.....।
________________________
২১/০৪/২০২৩🖋️