তুমি- আমি, আমরা
                আজও খুঁজি বেড়াই
                        আমাদের স্বাধীনতা।

        আর স্বাধীনতা!
        সে যে আশ্রয় নিয়েছে
        অভিজাত পল্লিতে,
        ধনীর বুক পকেটে,
        ক্ষমতাধরদের প্রত্যেক চেয়ারে,
        পদধারীদের কলমের কালিতে,
        সন্ত্রাসী ত্রাসে কিংবা
        অস্ত্রধারীর চোখ রাঙানো দর্শনে।

        স্বাধীনতা আজ পুঁজিবাদীদের
        দশাঙুলের দাগে দাগে
        এবং বৃহৎ জনগোষ্ঠীর
        চোখের লোনা জল ফেলাতে...

        কাঁদো গর্ভধারিণী কাঁদো,
        কেঁদে কেঁদে দায় শোধ করো–
        যত কুলাঙ্গার জন্ম দিয়েছো
        ভুলে; তোমার কোমল কোলে...।
--------------------------------------
        ১২/১২/২০১৬🖋️