কে বলে তোমরা নেই?
ওরা তো শুধু প্রাণেই মেরেছে তোমাদের,
নিশ্চিহ্ন করতে পারে নি তোমাদের দেখানো পথ,
বিছিয়ে রেখেছিলে যে আদর্শের কোমল চাদর;
পোড়াতে পারে নি তার কোন সুতো।

কে বলে তোমরা নেই?
যে সততার পাথর আর ন্যায়নীতির আঁচলে
বাঙালিদের রক্তে এনেছিলে প্রতিবাদের তেজ;
স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে জাগিয়েছিলে নেশা–
বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি তারা;
শুধু প্রাণেই মেরেছে তোমাদের.....।

কে বলে তোমরা নেই?
যাঁরা দেশপ্রেমের সুবাস ছড়ায়ে  
মাতোয়ারা করতে পারে ঘুমন্ত মানুষদেরও,
যা আজও বহমান এই বাংলাদেশের প্রত্যেক মানুষের
মনে-প্রাণে, হৃদয়ে, ঘুমে জাগরণে;
তাঁদের কি মৃত্যু হয় কখনো?

কে বলে তোমরা নেই?
হানাদার পিশাচের দল শুধু বুলেটের আঘাতে
কেড়ে নিতে পেরেছে তোমাদের প্রাণপাখী,
কেড়ে নিতে পারেনি আদর্শ, সততা, সাহস–
আমাদের মন থেকেও ভুলাতে পারে নি আজও,
ভুলবোও না কোনদিন; তোমাদের চেতনা ধারণ করে
বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে হেঁটে চলেছি রোজ,
তোমাদের অবদান অম্লান, অবিস্মরণীয় এবং
পদ্মা-মেঘনা-যমুনার মতো বহমান চিরদিন।
---------------------------------------
১৪/১২/২০১৯🖋️