কোলাহল মুক্ত কোনো গ্রামে
         ঘুমাতে চাই একটি মাত্র রাত,
         শহরে শব্দদূষণ– ইটের খামে,
         যত্রতত্র যান্ত্রিকতার করাত–
         মানুষকেই কেটে চলে দিনরাত।।

         আমি হতে চাই পাখি, প্রজাপতি–
         ছুটবো মাঠ-ঘাট আর বাগান ছুঁয়ে,
         শঙ্খ চিল হয়ে পাড়ি দেবো সব নদী,
         জীবনের ব্যথা ফেলবো চু'য়ে চু'য়ে–
         শহরের আবদ্ধ ঘরে মরি ধড়ফড়িয়ে।

         এত এত ইচ্ছে থাকার পরেও–
         জুটে না যে একটুখানি সময়;
         বাড়ে শুধু বেদনার শত ঢেউ
         ক্ষতবিক্ষত হয়ে কাঁদে হৃদয়,
         ইচ্ছে গুলোর তিল তিল ক্ষয়!

         জীবন ও জীবিকার তাগিদে আমি
         থেকে যাই রাতদিন শহরেই বন্দী,
         দীর্ঘশ্বাসে হালকা হয়না মনের ভূমি
         আয়োজনে ব্যর্থ কত-শত ফন্দী!
         একাকী নিরবে, আড়ালে শুধু কাঁদি।
--------------------------------------------
২২/১১/২০২০🖋️