বলো, যুদ্ধ কি কখনো হয় শেষ?
     আমরা বিজয়ী হয়েছি সেদিন–মানিনি হার
     শোষনের কাছে, করিনি ভয় অস্ত্রের মুখে,
                         এঁকেছি স্বাধীন মানচিত্র।
     রক্ত দিয়ে রাঙিয়েছি সবুজের বুক,
     উড়িয়েছি পতাকা স্বাধীন হয়ে...
     বিশ্ব বুকে হেসেছে একটি দেশ,
                         যার নাম বাংলাদেশ।

     তবুও; মনে হয় যুদ্ধ হয়নি যে শেষ,
     সে যুদ্ধ জয়ের পরেও, আজও–
     শোষিত হচ্ছি অনেকে, ক্ষমতার দাবানলে
                            অন্তর পুড়ে ছাঁই,
     আমাতে আমাতে দ্বন্দ্ব বাঁধিয়ে রেখেছে
     সূদুর প্রসারিত আন্তর্জাতিক কুটচাল।

     এখনো কিছু শত্রু ছক আঁকে কৌশলে,
     আড়ালে থেকে ছিনিয়ে নিতে চায় স্বাধীনতা,
     এখনো কিছু শকুন– ঠোঁটের শান বাড়ায়,
     এখনো কিছু হায়েনা– গা ঢাকা দিয়ে
     দৃষ্টি রেখেছে সজাগ; দাঁত বসাতে প্রস্তুত,
     এখনো কিছু দালাল– প্রিয় এই দেশটাকে
                   বিক্রি করে দেবার ধান্ধায়
     মুখোশের অন্তরালে থেকে চালায় মন্ত্রণা।

     আত্মবিশ্বাসী হয়ে থাকার কোনো সুযোগ
                       আমাদের এখনো নেই।
--------------------------------------
০৪/১২/২০২০🖋️    
একটি বাংলাদেশ– ১৬ থেকে ৪