প্রিয়তমা, যুদ্ধের মাঠেও পড়ে যতিচিহ্ন–
      তখন খুব মনে পড়ে তোমাকে,
      দু'চোখে কী ভীষণ প্রেম ছিলো তোমার...

      দেখে ফেলেছিলাম–
      যুদ্ধে আসার সময় খুব কেঁদেছিলে,
      দরজার আড়ালে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে।

      বিশ্বাস করো; যতটুকু ভালোবাসি তোমাকে;
      বাংলার আকাশ-বাতাস, মাটি ও জল–
                         ঠিক ততটুকুই ভালোবাসি।

      শত্রুরা আজ সবকিছু নিতে চায় কেড়ে–
      আমি কি তা হতে দিতে পারি!
      স্বাধীনতাহীনতায় তোমার প্রেমে-ই
                          কতটুকু পেতে পারি সুখ?

      খুব শিগগিরই জয়ী হতে যাচ্ছি আমরা,
      বিজয়ের স্বাদ পাবো কি না; জানি না,
      তোমার প্রেমে উন্মাদ হওয়ার প্রবল ইচ্ছে–
      তবে বাঁচি কিংবা মরি, স্বাধীন একটা দেশ
                 পাবে তুমি– একথা নিশ্চিত জেনো।

      যদি ঘরে ফিরতে পারি–
      মায়ের সাথে দেখা করার পরেই
      অলৌকিক ধুমকেতুর গতি নিয়ে ছুটে যাবো
                             তোমার প্রেমের টানে...।
      যদি আর ফিরতে না পারি–
      মহান আল্লাহর কসম, মাটির কসম,
      দেশের কসম, তোমার প্রেমেরও কসম;
                           আমাকে ক্ষমা করে দিও।
--------------------------------------------
০৫/১২/২০২০🖋️    
একটি বাংলাদেশ- ১৬ থেকে ৫