সেদিন প্রভাতে ভোরের আলোতে ডুবে
শিশির মাড়িয়ে ভোরের বাতাস মেখে,
কন্যা যে আমার পথের উপর- ছোটে,
ফেরার বেলায় দেখলো সে যখন পথে-
শুকনো দুইটি পুঁইশাকের শীতল ডাঁটা,
ধুলোয় লুটায়— মনের নয়ন টানে–
কুড়িয়ে যতনে— আনলো যে বাড়িতে সেটা,
করেছে রোপন, সেঁচে জল ক্ষণে ক্ষণে।।
ডাঁটা দুটো আজ হতে যাচ্ছে বড় গাছ
নতুন নতুন বেড়িয়েছে বহু ডগা,
দিনে দিনে বাড়ে— যতনে রতন আজ,
কন্যা আমার; হয়েছে তাদের সখা।
পথের উপর পাওয়া ওই দুটো- ডাঁটা
হৃদ-বেদনার স্রোতে ফেলেছে যে ভাঁটা।।
------------------------------------------
২৬/১০/২০২০ 🖋️
উৎসর্গঃ একমাত্র কন্যা মোছাঃ শাকিলাহ্ জাহান তাসনিম...