সোনালী ধানের ক্ষেতে পড়ে সোনা রোদ
    হাসির ঝিলিক তাতে ঝল্কে ঝল্কে ওঠে,
    কৃষক অন্তরে হাসি— হাসে শত চোখ,
    গোধূলি বেলার সুখ— প্রকৃতির ঠোঁটে।।
    ভোরের শিশির ফোটা দূর্বাঘাসে হাসে
    দূরের ডোবায় শাপলা মন টেনে নেয়,
    দীঘির পানিতে হাঁস দলে দলে ভাসে
    ফুলের বাগানে রোজ মউ গান গায়।।

    সকল পাখিরা জাগে— দিনমণি সাথে
    সাঁঝের বেলায় দেখি বাঁশবনের খেলা,
    নদীর কিনারে দ্বন্দ্ব বালি আর চাঁদে
    অপরূপ দৃশ্য মাঝে শুধু সুখ— মেলা।
    নিঝুম রাতের কালো চান্দোয়ানি মোরা,
    কুয়াশায় ঘেরা মোর জন্মভূমি সেরা।
-------------------------------------------
৩১/১০/২০২০🖋️                

রূপসী বাংলা– ১২ থেকে ০৩

অক্ষরবৃত্ত ছন্দঃ
৮+৬= ১৪ মাত্রা (দুই পর্ব) / পয়ার।