দিঘির পাড়ে মাছরাঙা অলস দুপুরে
পানিশাপ্টি গাছে বসে— মগ্ন একা ধ্যানে,
বাঁশঝাড়ে কোকিল বসে ডাকে মৃদু স্বরে
সঙ্গিনী এসে বসুক; পাশে সঙ্গোপনে।
কানা বগী উড়ে চলে নীলাকাশ পানে,
পানকৌড়ি বিলের জলে ডুবে মাছ খুঁজে,
শালিক, দোয়েল হাঁটে- খাদ্যের সন্ধানে,
জাম গাছে লক্ষ্মীপেঁচা থাকে চোখ বুজে।।
শীতল জলে জেলারা জাল ছুড়ে ফেলে,
কৃষাণ-কৃষাণী ক্ষেতে খাটে সুখ-মনে,
খেজুরের রস নিয়ে গাছি ছুটে চলে,
মৌমাছিরা লুটে মধু ঘুরে ফুল-বনে।।
আরো কতো দৃশ্য আছে ছোট এই দেশে
জন্ম আমার ধন্য যে; জন্মে বাংলাদেশে।।
-------------------------------------------
০৪/১১/২০২০🖋️
রূপসী বাংলা- ১২ থেকে ০৬
অক্ষরবৃত্ত ছন্দ (পয়ার)
৮(৬+২) + ৬ = ১৪ মাত্রা।
পর্ব সংখ্যা- ২