জমিন গুলো এখন;
একটু খানি জিরোবার কাল পায় না,
ফসল গুলো ঘরে তোলার আগেই
শুরু হয় যান্ত্রিক হালচাষ আরেক ফসলের
বীজ বপন করার জন্য।
এই তো; ক'বছর আগের দৃশ্য–
ফসল তোলার পর জমিন গুলো যেন
নিজেদের বুক উজার করে রাখতো,
কিশোর-কিশোরীরা খেলতো তার উপর,
কেউ কেউ খুঁজে বেড়াতো ইঁদুরের গর্ত,
সাঁওতাল কিশোর-কিশোরীরা
তীর-ধনুক দিয়ে করতো ইঁদুর শিকার।
কোনো জমিনের বুকে মেলা বসতো,
সার্কাস, পুতুল নাচ, চর্কি, কাটা খেলা–
কত রকমের মুখরোচক খাবারের দোকান!
এখন সে সুযোগ নেই; নেই মানুষেরও ক্লান্তি।
যন্ত্রের কি দয়া মায়া থাকে?
মানুষের হৃদয় যন্ত্র না হলেও স্বার্থপর,
যত পাই; তত চাই– এই যার পরম রীতিনীতি।
___________________
২৭/১১/২০২১🖋️