যতদিন জীবন; তিতদিনই লড়তে হবে–
জীবিকার জন্য, আনন্দের জন্য,
অভাবের বিরুদ্ধে, রোগের বিরুদ্ধে,
মায়া ও প্রেমের টানে, রক্তের স্রোতে,
নাড়ির টানে, বন্ধনের গিট শক্ত করতে–
লড়াইয়ে মেতেই থাকতে হয়,
লড়াই মানেই যেন বেঁচে থাকা!
যেদিন যে-জন থেমে যাবো–
মনে রেখো; শ্বাসপ্রশ্বাস থাকলেও,
চেতনাশক্তি, দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হলেও–
তুমি-আমি; আমরা থেমে যাওয়ার সাথে
বেঁচে রইবো মৃতের সমান।
__________________________
১৫/১১/২০২৩🖋️