জীবন মাত্র একটা ছায়াছবি!
মানতে পারলাম না দিদিমনি,
একটা ছায়াছবি তিন ঘন্টার বেশি
হয় না যে কোনোদিনই।
বরং, জীবনের প্রত্যেকটি মুহূর্ত
এক একটি ছায়াছবি....
হাসি-কান্না, সুখ-দুঃখ
যার ভিতর থাকে সবই...।।
জীবনের প্রত্যেকটি মুহুর্তে–
মিশে থাকে প্রেম, আশা-নিরাশা,
সাত-পাঁচ খেলাতেও পারদর্শী এ জীবন!
চলার পথ দিবালোকেও হতে পারে ধোঁয়াশা।
দিন শেষে করি ব্যর্থতার হিসেব;
সফলতার তালিকা গোপন রেখে,
আবার কষ্টের ডালি হজম করে;
'ভালো আছি' অভিনয় দেখি চোখে...।
এ জীবন বন্দী নিদয়ার খেলায়
তিনিই আবার দয়ালুরও দয়ালু,
তাই তো হারাই না আশা, স্বপ্ন দেখা
জীবন আজ হো'ক যতই আলুথালু।
________________________
১৯/০৯/২০২১🖋️
Munni Borua নামে এক দিদিমণিকে উদ্দেশ্য করে লিখা।