'জীবনের জন্যই জীবনের যুদ্ধ.....,
শুধুমাত্র জীবন ও জীবিকার জন্য
                        কত কিছু করা!
শ্রমিক তকমা নিয়ে জীবনের পথচলা,  
অথচ; শ্রমিকেরা জানেই না–
এ বৈশ্বিক উন্নয়নে কতটুকু কৃতিত্ব তাদের
কিংবা কতটা সুখী তারা; তাও জানে না।
যেমন জানে না– অর্থনৈতিক ঝুলির চেয়ে
                  স্বপ্নরা কেন বড় হয়....!?

পৃথিবী শান্ত হোক, দূর হোক মহামারি,
কালেভদ্রে প্রকৃতির নিদারুণ খেলা
          বন্ধ হোক– শ্রমিক জীবন স্বস্তি পাক।

প্রকৃতির কিংবা মানবসৃষ্ট মানবেতর দৃশ্য
                      কেউ আর দেখতে চাই না,
কেননা প্রত্যেক জীবনের পেছনে গেঁথে থাকে
মায়া-মমতা, প্রেম-বন্ধন এবং সংসারের গল্প।
জীবনের জন্যই জীবন হোক সুন্দর–
মহান স্রষ্টা এবং তার শ্রেষ্ঠ জীবের কাছে
                  এ-ই প্রার্থনা পেশ করে যাই।
_________________________
১৩/০৮/২০২১🖋