হয়তো থামবো; তবে ক্ষণিকের জন্য,
একের পর এক বদলাতেই পারে গন্তব্য,
ফেলে আসা সবকিছু ভালো থাকুক সবসময়,
শুনতেও চাই না আর পেছন থেকে আসা মন্তব্য।

গতি হতে পারে কখনো মন্থর, কখনো দ্রুত
দেহ ক্ষত হলেও হৃদয় থাকবে অক্ষত।
______________
২৮/০৩/২০২১🖋