একটা সবুজ ঘাসও জীবিত নেই! ধ্বসে পড়েছে
সুখের কুটির, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান,
হাসপাতাল, অস্থায়ী তাবু, ধর্মীয় উপাসনালয়–
যেদিকে তাকাবে; শুধু দেখবে বিধস্ত গাজা!

অবরুদ্ধ হয়ে আছে শতবছরের স্বপ্ন!
অবরুদ্ধ হয়ে আছে স্বাধীনতা!

ধ্বংস স্তুপের নিচে চাপা পড়ে আছে আর্তনাদ!
রক্তের গন্ধও যেন মিশতে পারে না বাতাসে!
এক পেয়ালা বিশুদ্ধ পানি পাওয়া মানেই
বহুদূরের গ্রহ মঙ্গল বুকে বিজ্ঞানীদের
আকাশকুসুম সফলতার গল্প!

কী নির্মম পরিহাস! কালো স্বার্থের লোভে
ডাকাতের পক্ষে গায়ের সব মোড়ল।
তবুও গ্রামবাসীর স্বাধীনতায় জেগে রয় কিছু
                      দামাল, মৃত্যুঞ্জয়ী স্বাধীনতাকামী!
প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিঘাতে অবরুদ্ধকারীর
কেউ মরলে পা চাটা নির্লজ্জ মিডিয়া নড়ে বসে,
মৃত্যুর সংখ্যাকে শিরোনামে 'হত্যা' বলে প্রচার করে,
অপরপক্ষে দখলদারের নিঠুর-নির্দয় আঘাতে
যতই ঝরুক তাজা প্রাণ– সবই হয় 'সাধারণ মৃত্যু'!

কারণ তাদের প্রধান পরিচয় গাজাবাসী,
ফিলিস্তিনি কিংবা মানুষ নয়– তারা মুসলিম!
তারা হামাস!– স্বাধীনতাকামী হয়েও
নির্লজ্জ মোড়ল-মিডিয়া তাদের সন্ত্রাস বলে!
________________________
২০/১০/২০২৩🖋️
উৎসর্গঃ স্বাধীনতাকামী নিপিড়ীত, নির্যাতিত, অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য।
ধিক্কার: নির্লজ্জ মোড়ল-মিডিয়া