পাখিরাও হয়তো ভেবেছিলো
এ দেশের আকাশ-বাতাস, মাটি-নদী–সব;
অগণিত মানুষের মৃতদেহের পঁচা গন্ধ
                            দখল করে নেবে!
নদীর পানির রঙ হবে রক্ত রঙা,
মাটির উপরে পড়ে রবে শুধু মানুষের
মাংস হীন মৃতদেহের কঙ্কাল আর বুলেটের
তাজা খোসা, বোমার স্প্রিন্টারের অবশিষ্টাংশ
এবং শকুনেরাই ধরে রাখবে রাজত্ব।

পাক-তান্ডবে শান্তি প্রিয় পাখিদের জন্য
এদেশ হয়ে উঠেছিলো বসবাসের অযোগ্য।
পাখিরা উড়ে গিয়েছিলো দূরে, বহুদূরে!
তবে নয় মাস পরই ফিরেছিলো আবার–
শুকুনেরা রাজত্ব ধরে রাখতে পারে নি,
পাখিসব ফিরে এসে অবাক বিস্ময়ে দেখে
         পৃথিবীর মানচিত্রে বীরদর্পে খচিত
'বাংলাদেশ' নামে আরেকটি মানচিত্র!

                   যাদের অবদানে পেয়েছি
এই স্বাধীন বাংলাদেশ; তাদের জন্যেই
আজ নিবেদিত আমার সকল শ্রদ্ধা...।
___________________
০১/১২/২০২০🖋️            

একটি বাংলাদেশ- ১৬ থেকে ১।