তোমাদের ছুঁড়ে দেওয়া তীর
কেউ বুক পেতে লুফে নিতে,
কোমড়ের পিছনে হাতে হাত
সর্বদা সানন্দে-ই রাখে বেঁধে।
জানে, সে-ই তীরের গতি
বুকে এসেই যে থেমে যায়,
শক্তি নেই প্রবেশ করে তা
পোক্ত হৃদয়ের বারান্দায়।
কারো হৃদয়ের এমনই অভ্যাস–
তিতা-মিঠা, টক-ঝাল;
সবকিছুকে ভালোবাসার মোহে
করে রাখে যে মাতাল।
যে হৃদয়ে শত্রু-মিত্র, ধনী-গরিব
সবার জন্যই থাকে ভালোবাসা,
তার ক্ষতি সাধনে কখনো ওরে
পূর্ণ হয় না কারো তিলমাত্র আশা।
যে হৃদয় মানে না জাত-পাত,
ধর্ম-বর্ণ কিংবা সাদা-কালো;
জানে শুধু, সব মানুষ-ই সমান–
সে আঁধারেও বিলায় আলো।
এমন হৃদয়কে কেউ যে মারতে পারে না,
করতেও পারে না বিন্দু পরিমাণ সর্বনাশ,
এমন অজস্র হৃদয়ের কথা জানতে চাও?
ঘেটেঘুটে দেখো- মানব সভ্যতার ইতিহাস।
--------------------------------------------
২৬/০৫/২০২০🖋️