ওহে বীর মুক্তিযোদ্ধা,
শহীদ, গাজী সকলের প্রতি
নিবেদিত আমার সকল শ্রদ্ধা–
সকাল–সন্ধ্যা।
মনে লালন করে যে দেশপ্রেম–
নয় মাস খেয়ে না খেয়ে যুদ্ধ করে,
এঁকেছিলে একটি দেশের স্বাধীন ফ্রেম,
সে-ই প্রেমে উজ্জীবিত হোক প্রাণ–
এ দেশের কিছু মানুষ আজও লাঞ্চিত;
তাদের জন্য যেন রেখে যেতে পারি অবদান,
পারি যেন রাখতে তোমাদের মান।
যে মাটির প্রেমে দিয়েছো তাজা রক্ত
সে মাটিতে জন্মেছি, সে মাটিরই প্রেমে
অন্যায়-অবিচারের বিরুদ্ধে থাকি যেন শক্ত,
আমরণ যেন দেশপ্রেমে থাকি ভক্ত।
________________________
০২/১২/২০২০🖋️
একটি বাংলাদেশ- ১৬ থেকে ২।