এই বিষমকাল– করোনাময় পৃথিবী,
লকড ডাউনে স্তব্ধ শহর-বন্দর,
ঘরে ঘরে বন্দী মানুষ,
কারো কারো পেটে পড়ে না দানাপানি,
বিষন্নতার সুবাসে বিষাক্ত সবার জীবন–
তবুও এলো ঈদ!
এমন দিনে কি আর কাউকে
'ঈদ মোবারক' বলার ইচ্ছে করে?
তবুও সবার জন্য শুভেচ্ছা,
সবার জন্য ঈদ আনন্দ ঝরাক...।
আর পৃথিবীও হোক 'করোনা' মুক্ত,
যা আমাদের সহযোগিতা ছাড়া সম্ভবও নয়।
এবার ঘরে বসেই, অফিসে থেকেই,
এবার নাড়ির টান দূরে রেখেই,
এবার স্বজনদের জন্য একটুখানি
বেদনা বরাদ্দ রেখে নিজেও
খানিক বেদনার রসে ভিজে থেকে
যে যেখানে আছি সেখানে থেকেই
ঈদের ছুটি কাটাই.....।
দূর থেকেই জানাই ঈদের শুভেচ্ছা...।
----------------------------------------------------------
২৪/০৫/২০২০🖋️
#কোভিড_১৯ কালে লিখা