পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমিতো সেই ঘরের মালিক নই।
উপরের সাজসজ্জা–দেখে মনো হিংসো না,
ভেতর জুড়ে বসত করে শুধুই শূণ্যতা।
ধরা বুকে বাহাদুরির কোনোকিছু নাই...।
জনম ভর হাসি-খুশি; থাকতে ভালোবাসি,
অন্যেরও সুখে হাসি; দুঃখে অশ্রুতে ভাসি,
এর চেয়ে আর বলার কিছু নাই....।
তুমি ভাই; যা খুশি তাই ভাবতে পারো;
ইচ্ছে হলে সঙ্গ আমার ছাড়তে পারো–
আমি নিজের মতোই নিজের ঘুড়ি উড়াই...।
যার হাতে প্রাণ পাখিটা রয়ে গেছে বন্দী
তাকে ফাঁকি দেবার মতো আঁকি না ফন্দি,
এক তারই ডর মনে জিন্দা রাখতে চাই...।
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমিতো সেই ঘরের মালিক নই।
______________________
২৭/১১/২০২১🖋️
💒
"পরের জায়গা.....মালিক নই' চরণ তিনটি বাউল সাধক আব্দুল আলীমের বিখ্যাত গান।