সাজানো হাঁড়ি বারবার ভেঙ্গে দিতে,
এক চিলতে মান অভিমানে
কারণে অকারণে পাতাতে আঁড়ি–
তার কতক কারণ বুঝে না বুঝে
মাকড়শার মতো;
মাকড়সা যেমন বুনতো বারবার তার
ছেড়া জাল– তেমনই; আমি ভাঙ্গা হাঁড়ি
জোড়া লাগাতাম আর
শত অনুনয় বিনয় করে আঁড়ি কাটতাম।
আর নয়– এবার বুকের ভেতর
ঐ ঘরের দুয়ারে মেরেছি কঠিন পেরেক,
যে ঘরে 'মন' বলে একটা কিছু আছে।
দূরে ঠেলে দিয়ে তোমরা অকৃতজ্ঞ হয়ে
অনেক ভালো থাকতে পারলে আমি কেন
একটু ভালো থাকতে পারবো না?
'ভাঙ্গা হাঁড়ি লাগে না জোড়া'- এই কথাটা
চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে–
তাই প্রফুল্ল চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করি,
ধন্যবাদ– যদিও তা জোড়া লাগানোর
ব্যর্থ প্রয়াস চালিয়ে যাওয়াই আমার
পরম ভালো লাগা।
----------------------------------
১১/০১/২০১৯🖋️