চেয়ে দেখো পাশের পাড়ায়
               পড়ে আছে কত লাশ,
               ভাবো তুমি একটি বার
            হলো তাদের কত সর্বনাশ!!!

          তোমার পাড়ার পাশের ঘরেও
               প্রতিদিন-ই মানুষ মরে;
                তুমি কিন্তু হুশ-এ থেকো–
            ভালো থাকতে চাইলে পরে।।

          বেঁচে থাকলে আবার তুমি
            আসছে বছর পাবে ঈদ,
             করোনা'য় ধরলে ও'মন
              বন্ধ হবে সকল গীত।।

          এবার না-হয় থাকলাম দূরে
             স্বাস্থ্য বিধি মেনে মেনে,
            দূর থেকেই শুভেচ্ছা নিও;
             দিও প্রতি জনে জনে....।
__________________________
১৪/০৫/২০২১🖋️