জন্মেছো এদেশে,
        এদেশের মাটিতেই শিখেছো হাঁটতে,
        এখানেই হয়েছো বড়;
        মুখে বাংলা আওড়াতে আওড়াতে।।

        খেয়েছো উদর ভরে;
        এদেশের বুকে ফলা সোনা ফসল,
        তৃষ্ণা নিবারণে নিয়েছো
        বাংলা মায়ের বুক ফোরে আসা জল।

        এদেশের মাঠে-ঘাটে,
        তেপান্তরে হেসে খেলে ছুটেছো রাতদিন,
        ভুলে গেলে নিমোক হারাম!
        এদেশের কোলেই জীবনের সকল ঋণ।।

        বাংলা মায়ের কোলেই বসে;
        যে গায় উচ্ছ্বাসে তার প্রতিপক্ষের জয়গান!
        তাকে নিয়েই ভাবনা আমার–
        কোন রক্ত করছে বহন তার দেহ-প্রাণ?

        এদের দেখেই আজ
        বুঝলাম– কবি আবদুল হাকিম  
        কোন দুঃখে লিখেছেন কবিতা 'বঙ্গবাণী'!
        কেনো বলেছেন কবিতায়–
        'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী,
        সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।'

        সুখ-দুঃখ মিলে
        অন্তরে যার এদেশের প্রতি মমত্ববোধ নাই!
        বাংলা মায়ের কোল থেকে সে
        হোক স্থানচ্যুত; কোথাও যেন না পায় ঠাঁই।
_____________________
২০/১১/২০২১🖋️

বিঃদ্রঃ  ১৯/১১/২০২১ তারিখে মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের সাথে প্রথম টি 20 খেলায় বাংলাদেশের হার'এ যারা উল্লাস প্রকাশ করেছে; সেই সব কুলাঙ্গারদের ঘৃণা প্রকাশে আমার এই কবিতা।