কী ভীষণ প্রেম! তোমার কাছে?
কী জাদুতে ভরা কণ্ঠ তোমার!
ডাক শুনলেই–
পাগলপাড়ার দস্যু হয়ে যাই।
ভেঙে ফেলি জেলখানা;
লাইলী, মমতাজ, শিরি এমনকি
বনলতা সেনকেও ফেলে আসি
তোমার কাছে।
যেন আর অন্য কোনো পথ
চেনা নেই আমার,
আমি আর থাকি না আমার মাঝে
এক বিন্দুও।
--------------------------------------------
১৭/০২/২০১৯🖋️
উৎসর্গঃ মোহনা