রাজনীতির পাল্লায় যারা থাকে বসে–
তাদের কথা-ই নিয়ম-নীতি,
তাদের কাজ-ই শুভ্র সংস্কৃতি,
ওরাই ব্যস্ত ক্ষমতা অপব্যবহারের চাষে,
কাটা পড়ে; যারা প্রতিবাদে পথে আসে।
এদেশে খেটে খাওয়া মানুষের ঘামের দাম
পুঁজিবাদের লৌহ চাকা শুষে খায়,
আমলা'র গামলা ভরাট রাজসভায়,
ভুখামিছিল খুঁজে ফেরে সামান্য এনাম–
তবুও নেই কারো গীবত কিংবা বদনাম।
নিশ্চিন্ত পুরের বাসিন্দা হয়ে ভাবে তারা,
নেই যে আজ সুকান্ত, নেই তো নজরুল–
কি করে ফুটবে এখানে বিদ্রোহের ফুল!
সমস্বরে প্রতিবাদ জাগবেই; হতে হবে পথহারা
পেট চেপে বাংলাদেশ অচিরেই করবে তাড়া।।
--------------------------------------------
১৪/০৫/২০২০🖋️