কন্যা তোমায় বলছি আমি
মিনতির ভেজা সুরে
হারিয়ে যেতে পারো তুমি
গেলে আর একটু দূরে।
হলদে রঙের কাপড় পড়ে
হলুদ ফুলের ক্ষেতে
বলো তোমায় কে ডেকেছে
কে বলেছে যেতে?
হটাৎ করে হারিয়ে গেলে
কোথায় খুঁজে পাবো?
রাত দিন সব ভুলে গিয়ে
আমি ভবঘুরে হবো।
---------------------------------------
০৪/০১/২০১৮🖋️
উৎসর্গঃ প্রিয় ইফ্ফাত ইরা আপু।