যদি তুমি মানুষ হও; অভাগা ফিলিস্তিনিদের জন্য
হৃদয় হতে আর্তনাদ ছড়িয়ে পড়বে– তাদের
করুণ পরিনতি দেখে মনে হবে তোমার বুকে
কেউ সজোরে পেরেক ঠুকছে নির্বিচারে!
প্রত্যেক দৃশ্য তোমায় ভীষণ কাঁদাবে।
যদি তুমি মানুষ হও; ঐসব নির্লজ্জ মসৃণ গালে
জুতা দিয়ে কষে থাপ্পড় বসাবে– যারা অস্ত্র-শস্ত্র দিয়ে
অত্যাচারীর হাতকে আরও বেশি শক্তিশালী করে।
যদি তুমি মানুষ হও; স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের
জঙ্গি-সন্ত্রাস বলতে পারো না– তোমার দৃষ্টিতে
তাদের আজকের লড়াইটা যদি জঙ্গি-সন্ত্রাস হয়;
তবে সেই সময়গুলোতে কেন চুপ থেকেছিলে–
যখন ঘুমন্ত গাজাবাসীর উপর ইসরায়েল-দানব
নির্বিচারে বোমা ফেলতো যখন-তখন!
প্রার্থনারত মানুষদের অহেতুক লাঠিচার্জ করতো,
তুচ্ছ অযুহাতে গুলি করে হত্যা করতো হাজার প্রাণ–
বাড়ি-ঘর, প্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে গুড়িয়ে দিতো,
শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ, অসুস্থ কিংবা প্রতিবন্ধী
কাউকে ছাড়তো না তাদের হিংস্র আগ্রাসন থেকে!
ওরা প্রতিবাদের কণ্ঠকেও হত্যা করতে কুণ্ঠিত নয়,
প্রজন্মের পর প্রজন্ম গাজাকে করে রেখেছে
বিশ্বের বৃহত্তম বন্দীশালা!
নিরবে বিশ্ব দেখে আসছে ইসরায়েলি তামাশা....।
মৃত্যু অবধারিত; আর ইসরায়েলের শক্তির কাছে
গাজাবাসীর শক্তি অতি তুচ্ছ– তবুও জেনেশুনে যারা
স্বাধীনতার জন্য লড়ছে; তাদেরই উপর জঙ্গি-সন্ত্রাস
তকমা লাগিয়ে জালিমের পাশে দাঁড়াও তুমি
কোন সে পাথর বিবেকের মানুষ হয়ে?
_________________________
১৩/১০/২০২৩🖋️