এই যে তুমি ছুটছো!
দিন নেই; রাত নেই ছুটেই চলেছো,
ব্যথার পর ব্যথা সহে ভালোবেসে যাচ্ছো–
হৃদ-পকেট হাতিয়ে বের করে দেখো
                              হিসেবের খাতা–
পাওনার নকশায় কিছুই হয়নি যোগ!

শূন্যতা, শূন্যতা আর শূন্যতায় বর্তমান,
যাকে যতটুকু দিয়েছো অতীত–
নিরেট ভালোবেসে, পূত-পবিত্রতায়,
সকলে করেছে গ্রহণ স্বার্থান্ধ অভিনয়ে।

বুঝবে সেদিন; যেদিন তোমাকে আর
                কারোর প্রয়োজনে লাগবে না,
রইবে পড়ে একলা অবহেলায়– হাটের মাঠে
পড়ে থাকে যেমন সিগারেটের শূন্য প্যাকেট।
তবুও নিজেকে সুখী ভাবতে পারো; যদি ভাবো
অর্জুন গাছের প্রাপ্তি বলে কিছু থাকে না।
______________________
০১/০৭/২০২৩🖋️