আজ খুব ইচ্ছে করে–
ফড়িংএর পিছনে দিকবিদিক ছুটতে,
কোন গাছে শালিক বা টিয়া বাচ্চা দিয়েছে,
গ্রাম থেকে গ্রাম, বনে জঙ্গলে ঘুরে ঘুরে
                  খোঁজ নিতে গুপ্তচরের মতো।

ভীষণ ভীষণ ইচ্ছে করে–
অন্যের হাঁস, মুরগী, ডিম চুরি করে
               বনভোজনে মেতে উঠতে,
সকাল বেলা সেই হাঁস মুরগী নিয়ে
সব মা'দের শুরু হোক গলাবাজী–
এবং যারা এই পরিবেশ তৈরীর জন্য দায়ী,
বাবার লাঠি পেটার ভয়ে নিখোঁজ হই।

দু'তিন দিন পরে সবার বাবা-মা
খুঁজে খুঁজে নিয়ে আসবে আবার–
অনেক বুঝাবে;–'অমন করবো না বলে'
                        প্রতিশ্রুতিও দিবো।
কিন্তু বছর ঘুরে আসলে সব আদেশ,
উপদেশ ভুলে যাবো বেমালুম; হা হা হা..।

এখন আমাদের সময় নেই,
স্মৃতির আয়নায় সব কেঁদে মরে,
                 কেন যে বড় হলাম...!
_________________________
১২/০৮/২০২১🖋️