অনেকেই চেয়ে আছে শূন্য পানে;
যেখানে বসে মহামহিম– নির্ঘুম,
ক্লান্তিহীন, নিরলস কলকাঠি নাড়ছেন!
সেখান থেকে তো আসে ঝড়-ঝাপটা,
চাঁদ ও সূর্যের আলো।
কেউ প্রবাসে, কেউ স্বদেশে থেকেও দূরে,
কেউ কর্মস্থল থেকে ছুটি না পেয়ে,
কেউ ছুটি পেয়েও ঘরে ফেরার কোন
মাধ্যম না পেয়ে,
কেউ ঘরে ফেরার মতো টাকার অভাবে
চেনা মাঠ ছেড়ে বহু দূরের কোন মাঠে,
কেউ হাজত ঘরেই পড়বে ঈদের নামাজ!
কেউ খুশির দিনেও কাঁদবে প্রাণভরে!
প্রিয়মুখ ঘরে ফিরতে না পারার দুঃখে
কাঁদবে কত মা-বাবা, ভাই-বোন,
কাঁদবে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,
প্রেমিকা! কত যে নববধূ!
অদৃষ্টের লিখন আর কর্মফলে ধরাশায়ী
হালহকিকত– তবুও অন্য কারো জন্য
সব আনন্দ যখন হয় মলিন; দুঃখের আর
কোন সীমা- কূলকিনারা থাকে না।
এই ঈদে যার ঘরে প্রিয়জন ফেরে না; তার
আলোকিত ঘর-বাড়ি মনমরা হয়ে থাকবে।
________________________
২৩/০৪/২০২২🖋️