আমারও দাদু ছিলো;
     যখন চিনতে শিখেছি তাকে,
     দেখি তিন পায়ে পথ চলা,
     দাঁতও ছিলো না তার মুখে।।

     আর আজ দেখি–
     আমার বাবাও হয়েছে দাদু
     নাতী-নাতনী যেন;তার
     বেঁচে থাকার একমাত্র জাদু।।

     জানি না এমন করে
     খেলা করেছিলো কি না!
     আমার দাদু আমার সাথে?
     তেমন কোন দৃশ্য যে মনে ভাসে না।

     তবুও বাবা আর ছেলে-মেয়ের
     এই কান্ড কারবার দেখে,
     বারবার বলি– দাদু আমার
     ভালো থাকুক ঐ জান্নাতে।।
--------------------------------------------
২৩/০৩/২০১৮🖋️