গ্রামগুলো সব হারিয়ে গেলো
                   ছোট বড় যত শহুরে ছোঁয়ায়,
চোখ মেলে আর যায় না থাকা
                   বাতাস ভারী কালো ধোঁয়ায়।।

শত যানবাহনের গতির সাথে
                   রাত-দিন শুধু ধূলো-ই উড়ে,
চনচনে রোদে হাঁটলেও বোধহয়;
                   হাঁটিছি ঘন কুয়াশা–ভোরে।।

পাখির কূজন শুনি না আর
                   গাড়ির হর্ণে মগজ ভারি,
নদীর জলও হয়েছে কালো
                   হারিয়ে গেছে খড়ের বাড়ি।।

লোকজনও নেই আগের মতো
                   মনোভাব যেনো পাইকারি,
প্রয়োজন ছাড়া কারো কাছে
                   কেউ ভিড়ে না একেবারই।।

রাত্রি এলেও আঁধার আসে না;
                   চারদিক শুধু আলোর খেলা,
বুঝতে পারি না জোনাক কিংবা
                   জ্যোৎস্না কখন বসায় মেলা!!

ভাই, শহর আমার ভাল্লাগে না
                   আমি এখন গ্রাম খুঁজে বেড়াই,
আমার হৃদয়-দৃষ্টি শীতল হবেই
                   যদি একটু সবুজ খুঁজে পাই।
____________
২৩/০২/২১🖋️