দেখার বড় সাধ ছিলো
             আজই তা পূর্ণ হলো
             তিনিই দেখা দিলেন বলে;
             সময় খুব স্বল্প ছিলো
             অল্পতেই ফুরিয়ে গেলো
             গেলেন তিনি চলে!!

             তবুও অনেক কথা হলো
             হৃদয় খোলা গল্প হলো
             চায়ের কাপে ছিলো চুমুক,
             অনেক কিছু জানার ছিলো
             অল্প কিছুই জানা হলো,
             আনন্দে উঠলো ফুলে বুক।।

             মনটা অনেক ভার হলো,
             হৃদয় যেন ভেঙে গেলো–
             যখন তিনি বিদায় নিলেন,
             অনেক কথা রয়ে গেলো
             তবুও ঈদ যেন পূর্ণ হলো
             ফের দেখা হবে, কথা হবে
             তিনিই আবার কথা দিলেন।।
_____________________
২৩/০৪/২০২৩🖋️
উৎসর্গঃ শ্রদ্ধেয় Raisul Islam Asad (রইস) ভাই।