ফের জেগেছে বর্ষা
     কত শত কবিতা আর গল্পের শব্দ
     সযত্নে প্রসব হচ্ছে রোজ রাতবেরাতে!

     কেউ কেউ বিশ্রাম নিতে নিতে ক্লান্ত,
     কারো দুই চোখের ঘুম-ই নিখোঁজ,
     কারো ঘুমন্ত মুখের উপর পড়ে বৃষ্টির ফোটা,
     কেউ কেউ হাত গুটিয়ে বেকার,
     কারো কারো ঘর-বাড়ি-স্বপ্ন প্লাবিত–
                     চোখে মুখে চিন্তার ভাজ!

     ফের জেগেছে বর্ষা!
     কাউকে জাগিয়ে রাখে দুঃশ্চিন্তায়,
     কাউকে ফের সুখের প্রত্যাশায়;
     ভেঙে যাওয়া স্বপ্ন নতুনভাবে গড়তে–
     যেমন জেগে থাকে মাঝি-নৌকা,
               নদীর ওপারের জেলেপাড়া।
________________________
          ১৬/০৬/২০২২