অনেক দিনের পুরোনো সে,
অনেক অনেক চেনা-জানা ছিলো,
খুব পাশাপাশি ছিলাম আমরা– প্রায়;
ফুল আর ভোমরার মতো সম্পর্ক।
আমাদের মাঝে ছিলো অনেক শিকারী–
'অর্থনীতির মাপকাঠি, সামাজিক মর্যাদা,
ধনী-গরিব ভেদাভেদ' অন্যতম।
কঠোর নিষেধাজ্ঞা জারি হয়;
স্বপ্নগুলো ভেঙে যায়– আশা-কল্পনা যত
সব আত্মহত্যা করে।
বাধ্যতামূলক ভুলে যাই দু'জন দু'জনকে–
দিন-মাস-বছর পেরিয়ে যুগও অতিক্রম করেছে,
দু'জনই ব্যস্ত আজ আপন পথে।
কোনদিন দেখা হবে ভাবি নি;
ফের দেখা হলো, কথা হলো– কী আশ্চর্য!
শুধু দূরত্বই বেড়েছে; কেউ কাউকে ভুলিনি,
ভুলে গেছি– এই অভিনয়ে পার হচ্ছে জীবন,
এই বেশ ভালো আছি...।
-------------------------------------------
০৭/০৬/২০১৭🖋️