তোমার টাকা আছে, টাকার গরমও,
আছে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা,
জাজিম বিছানো ঘুমাবার খাট...
আমার টাকা-ই নেই, চলি কোনোমত,
যা আছে আমার– তোমার কাছে তা নগণ্য,
আমার কাছে তা-ই সোনায় সোহাগা।
আমার আছে এক স্বপ্নিল মন,
সেই মনে আছে এক আনন্দের নদী,
নদীর দু'ধারে আছে থোকা থোকা কাশফুল,
কাশ ফুলের মাঝে জ্বলে সুখের জোনাকি,
জোনাকির আলোতেই আমার মনের ঘর–
ভিতর-বাহির, অন্দর-বন্দর সব
আলোকিত হয়ে থাকে চব্বিশ ঘন্টা...।
তোমার কলমের কালিতে ঝরা শব্দ
চালনিতে বাছাই করা সুখনিদ্রায় অঙ্কিত,
অনেক অনেক দামী, আকাশ ছোঁয়ার মতো।
আমার শব্দগুলো মিশে যায়
বেদনাবিধুর শত প্রাণের সাথে,
আমার শব্দগুলো দুঃখের কথা বলে,
বলে হাহাকার আর দীর্ঘশ্বাসের গল্প–
তোমার সাথে আমার মিলবে কেন কবি?
--------------------------------------------
১৮/০৮/২০২০🖋️