তোকে নিয়ে বসবো–
      শিশির ভেজা সবুজ ঘাসের মাঠে।
      জোছনা ধোঁয়া রাতের প্রথম প্রহরে
      শান্ত নদীর ঘাটে; শীতল বাতাস
      অঙ্গে অঙ্গে মেখে– নৌকা ভাসিয়ে
      নদীর বুকে চাঁদ দেখবো একসাথে।

      মানুষ হবার গান শোনাবো–
      যে গান শুনে তুই কখনো
      পাষাণ হতে পারবি না,
      শেকল-তালায় বদ্ধ বিবেক
                   টেনে হিচড়ে আনবো।।

      –একটু সময় দে'না আমায়
      তোর অধিক নষ্টা সময় হতে।।
-------------------------------------------
      ৩০/১০/২০১৮🖋️