তাকে কেমন করে বলছো পাগল!
ভয় করে কেনো দূর দিয়ে করছো চলাচল
—হাসি পায়; আসলে তোমরাই পাগল
কেউ জানো না প্রেমের আছে কত বল!
এক মুহূর্ত চোখদুটো বুজে
একবার ভেবে দেখো মানুষ,
কোনো কালে কোনো পাগলের
থাকে কি, ছিলো কি কোনো হুশ?
কোন হিসেবে বলছো তাকে পাগল!
এক তিলোত্তমা তার সব করেছে দখল।।
এই যে দেখো, এঁকেছে সে তিলোত্তমার ছবি
যার প্রেমেতে পড়ে সে হয়েছিলো কবি,
ভাবে নি, বিষাদ দিয়ে সে চলে যাবে কোনোদিন–
আজ পাগল সেজে করছে শোধ তার প্রেমের ঋণ।
প্রেম হারানোর সাথে সাথে সে করেছে সংকল্প–
তিলোত্তমা তার মনে যেনো থাকে আমরণ,
দুনিয়াদারী পায়ে পিষে, ভুলে আপন কথা
দিন রাত্রি করে যায় সে প্রেমের স্মৃতি লালন।
পাগল বলতে যা বুঝো; সে নয় রে তা নয়
তার হৃদয় পটে বিষাদ প্রেমের নদী যে ব'য়।
এমন পাগল দেখবে যত; বলো না পাগল
স্বর্গের একাংশ যে তাদেরই দখল,
তিলোত্তমার প্রেমে সবাই পাগল হতে পারে না
এমন পাগল হওয়া সবার বরাতেও জুটে না।।
------------------------------------------
০৭/০৮/২০২০🖋️