সব নদী হলো রক্ত-রঙা, সবুজ মাঠ,
ফসলের ক্ষেত, ফুলের বাগান, গাছের ছায়া
রক্তের তেজস্ক্রিয়ায় হলো অঙ্গার, লাশের গন্ধে
বাতাস স্থীর।
কত বাবা- মা, ভাই- বোন নিখোঁজ,
কত স্বামী হারালো স্ত্রী, কত স্ত্রী আজও
রয়ে গেলো বিধবা, কত সন্তান যুদ্ধে গিয়ে
ফিরলো না, কত প্রিয়তম- প্রিয়তমা, বন্ধু–
একে অপরের শেষ দেখা পেলো না।
কারো ফসলের ক্ষেত, সাজানো বাগান,
কারো দোকান-পাট, বসতভিটা আগুনে
সব পুড়ে হলো ছাই, ত্রিশ লক্ষ মানুষের প্রাণ
মুছে গেলো চিরতরে, স্তব্ধ পাখির কূজন,
এবং দুই লক্ষ সম্ভ্রম হয়ে গেলো লুট
কী নিদারুণ নির্মমতা!
সেই একাত্তরে পূর্ববঙ্গের লক্ষ প্রাণ,
সম্ভ্রম আর ধন-রত্নের অসামান্য ক্ষতির পর;
অবশেষে–
পৃথিবীর ইতিহাসে রচিত হলো
একটি নতুন কবিতা, বিশ্ব-মানচিত্রের বুকে
খচিত হলো আরেকটি মানচিত্র স্ব-গর্বে;
স্বমহিমায়–
যে কবিতার নাম– বাংলাদেশ
যে মানচিত্রের নাম– বাংলাদেশ,
যে গর্বের নাম– বাংলাদেশ,
যে মহিমার নাম– বাংলাদেশ।
সে-ই একটি বাংলাদেশ; মাথা নত করে নি,
করবেও না কোনো দিন।
___________________
১৫/১২/২০২০🖋️
একটি বাংলাদেশ -১৬ থেকে ১৬
উৎসর্গঃ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সকল কিশোর যোদ্ধার সম্মানে।
মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে ১লা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর ১৬ দিনে লিখা ১৬টি কবিতার শেষ কবিতা 'একটি বাংলাদেশ'।