সেই ফোনটা নেই– অনেক কষ্টে কেনা;
                     'নোকিয়া ২৭০০ ক্ল্যাসিক'!

       ফোনটা খুব ছোট ছিলো–
       কাজ অনেক অনেক ভালো করতো,
       বিশেষ করে ফটো তুলে দিতো
               মনের মতো ঝকঝকে চকচকে।
       পুরোনো ফটোতে চোখ বুলাচ্ছি,
       হঠাৎ একটা ফটোতে দেখে
       দু'চোখের তারা স্থির হয়ে গেলো!

       ২০১৪ সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি,
       মুন্সিগঞ্জের গজারিয়ায়– গোমতী নদীর
       পশ্চিম পাড়ে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে
                       দেখেছি ওপাড়ের সূর্যোদয়!
       সেই ছোট ফোনের ক্যামেরায়
       ধরে রেখেছিলাম নরম সূর্যালোকের দৃশ্য।

       ফটোটা আজ মনে করিয়ে দিলো-
       আমার একটা ছোট প্রিয় ফোন ছিল,
                     ভীষণ ভালো লাগার, আহ!
       যে ফোনেই শেখেছিলাম প্রথম-
                      নেট জগতে হাঁটতে-চলতে!

       আজ সে অনেক দূরের অতীত,
       তবে; হৃদয়ের চৌকিতে অবিস্মরণীয়।
---------------------------------------------
১৩/০৩/২০১৯🖋️