সেদিন আমি এক পুচকে বালক,
জনসমুদ্রের মধ্য থেকে মঞ্চটা দেখতে পাই,
মানুষের ভীড় ঠেলে এগিয়ে যেতে যেতে
হারিয়ে ফেলি দিশা।
এতো মানুষ!
জড়ো হয়েছে; একটা মানুষের কণ্ঠ থেকে
ভাষণ শুনবে বলে কত ধূলো উড়িয়ে
ছুটে এসেছে তারা।
অপেক্ষার প্রহর আর সয়'না, তবুও কেউ
ছেড়ে যায় না–রেসকোর্স ময়দানের
জনাকীর্ণ মাঠ।
আমি ভীড় ঠেলে এগিয়ে যাচ্ছি;
হঠাৎ শুনি তাঁর বজ্রকন্ঠ–
জনসমুদ্র যেন স্থীরচিত্র হয়ে গেলো!
অতঃপর থেকে থেকে গর্জে উঠছে
তাঁর কণ্ঠ থেকে ঝরা ঘোষণার সাথে
উত্তাল সমুদ্রের ঢেউ-এর মতো
লাখো কণ্ঠস্বর।
ধ্বনিত হচ্ছে আকাশ-বাতাস,
মাটি-ঘাস, বৃক্ষলতা থেকেও–
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
জয় বাংলা।"
স্বপ্ন ভাঙলে বুঝতে পারি–
সেই ঘটনা আমার জন্মেরও বহু আগে,
আর যেদিন প্রথম শুনেছি সেই ভাষণ;
সেদিন থেকেই হৃদয়ে বেজে চলে অবিরত,
......... জয় বাংলা।
সেই ভাষণ থেকেই যে আমাদের স্বাধীনতা।।
______________________
০৭/০৩/২০২১🖋️